ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ আগামী ১৯ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সভাপতি ও সাধারণ সম্পাদক মোট দুটি পদের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে অনুষ্ঠিত প্রেস ক্লাবের সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।
প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরার সভাপতিত্বে সভায় দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম নাহিদ, কোষাধ্যক্ষ আদিল সরকার, ক্রীড়া সম্পাদক আজাহারুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রেস ক্লাবের নির্বাচন উপলক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ লাভলু। সহকারী নির্বাচন কমিশনার করা হয়েছে সংগঠনটির সাবেক সভাপতি ড. আলতাফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক ড. কানন আজিজ।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন। এ ছাড়াও নির্বাচন পরিদর্শক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক ও কর্মকর্তা।
জানা যায়, নির্বাচনে পদ প্রত্যাশীরা বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। এ ছাড়াও ১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ওইদিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন প্রধান নির্বাচন কমিশনার।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ