ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

সিকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে কৃষিবিদ দিবস পালিত

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৪

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কৃষিবিদ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ‘কৃষিবিদ দিবস ২০২৪’ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা মো. জামাল উদ্দিন ভূঞা।

এর আগে, সকাল সাড়ে ১০টায় 'বঙ্গবন্ধু'র মহান দান, কৃষিবিদ ক্লাস ওয়ান' প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে এসে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেটের কৃষিবিদরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা.জামাল উদ্দিন ভূঞা'র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে ড. সালাহ্ উদ্দীনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও কৃষিবিদ ইনস্টিটিউশন সিলেট শাখার সভাপতি কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম সভাপতিত্ব করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি, কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও অন্যান্য কৃষিবিদরা বক্তব্য দেন। আলোচনার মাঝে জ্যেষ্ঠ কৃষিবিদদেরকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তরা বলেন, ‘বাঙালির জাতীয় জীবনে আজকের দিনটি একটি স্মরণীয় দিন। ১৯৭৩ সালে আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রধান পেশা কৃষির সঙ্গে সম্পৃক্ত কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন। অবশ্য তখন মর্যাদা দেওয়া হয়েছে চিকিৎসক ও প্রকৌশলীদেরও। কিন্তু এরপর থেকে বিভিন্ন সরকারের আমলে এই দিনটির গুরুত্ব নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। পরবর্তীতে ২০১১ সাল থেকে এই দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় সরকার।’

প্রসঙ্গত, বাংলাদেশ কিংবা বিদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃষি, পশু চিকিৎসা, পশু পালন, কৃষি অর্থনীতি, মৎস্য, কৃষি প্রকৌশল, এমনকি কৃষি বনায়ন ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী পেশাজীবীরা কৃষিবিদ হিসেবে পরিচিত। কৃষি শিক্ষা, গবেষণা, সম্প্রসারণসহ নানামুখী উন্নয়ন কাজে নিয়োজিত থেকে দেশের খাদ্য নিরাপত্তা এবং সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুবাদে কৃষিবিদগণ আজ এক মর্যাদাবান পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত। কৃষিবিদ ইনস্টিটিউশন ২০১০ সাল থেকে প্রতি বছর এ দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় ২০১১ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে কৃষিবিদ দিবস হিসেবে নানা আয়োজনের মাধ্যমে পালন করে আসছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ