ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

মাভাবিপ্রবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৯

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ ও একই সাথে ৯ম ব্যাচ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের পদার্থবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাসুম হায়দার।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ