ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

হঠাৎ চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৯
ছবি- বামে মোরশেদুল আলম ও ডানে অরূপ বড়ুয়া

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর চারটি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তারা।

রোববার (১১ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বরাবর এ পদত্যাগপত্র জমা দিয়েছেন এই দুই শিক্ষক।

পদত্যাগ করা দুই শিক্ষক হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম ও পালি বিভাগের সরকারী অধ্যাপক অরূপ বড়ুয়া। তারা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন। একইসঙ্গে মোরশেদুল আলম সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন ও অরূপ চাকসু কেন্দ্রের বরিষ্ঠ সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন। দুজন শিক্ষকই তাদের প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, আমরা দুইজনেরই পদত্যাগের চিঠি পেয়েছি। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চিঠি গ্রহণ করেছে।

এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম বলেন, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। অন্য কোনো কারণ নেই। পালি বিভাগের সহকারী অধ্যাপক অরুপ বড়ুয়া একই কারণে পদত্যাগ করেছেন বলে জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ