ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

ইবিতে শিক্ষক হেনস্তার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী ও বহিরাগতদের দ্বারা শিক্ষকদের হেনস্তার বিচার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। এ ছাড়াও দাবি আদায় না হলে সোমবার দুপুর ১টায় মানববন্ধন করার ঘোষণা দেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) সংগঠনটির জরুরি কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি উপাচার্যের কার্যালয়ে ঘটে যাওয়া অছাত্র ও বহিরাগতদের দ্বারা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে (১২ ফেব্রুয়ারি দুপুর ১টা) শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় দুপুর ১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধন করার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগ বোর্ড সংক্রান্ত বিষয়ে উপাচার্যের সাথে সাক্ষাৎ করতে যান প্রগতিশীল শিক্ষকদের একাংশ। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করলে শিক্ষকদের সাথে বাগবিতণ্ডা হয়। এতে ছাত্রলীগের দ্বারা শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগ করেছেন কার্যালয়ে অবস্থানকারী শিক্ষকরা। পরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে মানববন্ধন করেন। এ ছাড়াও এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ পৃথক পৃথক বিবৃতি দেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ