ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

বেরোবিতে বইমেলা শুরু ১২ ফেব্রুয়ারি

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'গুনগুন' ও সাংস্কৃতিক সংঠন 'রণন' এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপী শুরু হচ্ছে গুনগুন-রণন ৭ম বইমেলা-২০২৪।

বেরোবি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ১২ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ বইমেলার উদ্বোধন করা হবে।

এসময় উপস্থিত থাকবেন- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থাকবেন।

এবারের বই মেলায় ৪২টি স্টল থাকছে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, দেশের বিভিন্ন সামাজিক সংগঠন, দেশে খ্যাতিমান প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনী অংশ নেবে।

জানা গছে, বইমেলার পাশাপাশি প্রতিদিন বিকেলে ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা যেমন, পুস্তক পর্যালোচনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, পাঠ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা।

গুনগুনের সভাপতি উমর ফারুক বলেন, প্রতিবারের ন্যায় এই বছর বই আয়োজন করার সুযোগ পেয়েছি। এবছর প্রচুর সারা পেয়েছি। ঢাকা থেকে অনেক প্রকাশনা আসবে। এর মাধ্যমে লেখক এবং পাঠকের মধ্যে মিলন মেলায় পরিণত হবে বেরোবি ক্যাম্পাস। বই ও লেখক এর সঙ্গে রংপুর এলাকার মানুষের নতুন একটা সময় কাটবে বলে আশা করি। বইমেলাটি উৎসবমুখর ও প্রাণবন্ত করতে সবার সহযোগিতা কামনা করি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ