ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

জাবিতে ছাত্র ইউনিয়ন নিষিদ্ধের দাবি ছাত্রলীগের

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে 'ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী' গ্রাফিতি আকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। এসময় তারা ছাত্র ইউনিয়নের (অমর্ত্য-ঋদ্ধ) বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধের দাবি জানান।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন তারা। পরে তারা উপাচার্য অধ্যাপক নুরুল আলমের অফিসে গিয়ে দাবি জানান।

দাবিগুলো হলো- ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়া, গ্রাফিতি আকার সাথে জড়িতদের বিশ্ববিদ্যালয় কর্তৃক আইনি ব্যবস্থার আওতায় আনা ও 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক জাতির পিতার প্রতিকৃতি পুনরায় প্রতিস্থাপন করা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের একটি দেয়ালে ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী গ্রাফিতি অঙ্কণ করে তারা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ছাত্র ইউনিয়নকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন,'আমরা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার চেয়েছি। আমরা তাদের শাস্তি চাই। কিন্তু এ ঘটনাকে কিছু স্বার্থন্বেসী মহল অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে প্রগতিশীল সংগঠন মনে করি না, তারা জামাত-শিবির।'

তিনি আরও বলেন, 'সংবিধানে বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণের কথা থাকলেও ক্যাম্পাসে তা অবমাননা করা হয়েছে। এই দুষ্কৃতীকারী সংগঠন বঙ্গবন্ধুর ছবি মুছে ব্যঙ্গাত্মক কার্টুন একে পাকিস্তানি শব্দ ব্যবহার করেছে। তা আরও অসম্মানজনক। দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে অন্যথায় আমরা কঠোর অবস্থানে যাব।'

এবিষয়ে উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, 'আমি নিরাপত্তা শাখাকে এই বিষয়টি দেখার পর এটা কারা করেছে তাদেরকে চিহ্নিত করতে বলেছি। তারা করেছেও। আমি প্রক্টরকে তাদের সাথে কথা বলতে বলেছি।'

গ্রাফিতি আকার বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন,'২০২০ সালের আগ পর্যন্ত কলা ভবনের ওই দেয়ালে আমাদের আঁকা তৎকালীন উপাচার্য বিরোধী গ্রাফিতি ছিল। কিন্তু পরে কে বা কারা আমাদের ছবি মুছে দিয়ে ওই জায়গায় বঙ্গবন্ধুর ছবি এঁকে দেয়। তা ছাড়া একই দেয়ালে পাশেই যেহেতু বঙ্গবন্ধুর আরেকটি ছবি আছে তাই আমরা চিন্তা করেছি, ওটাতো মুছা যেতে পারে। এজন্য ওই জায়গায় আমরা ধর্ষণ বিরোধী গ্রাফিতি এঁকেছি।'

এদিকে, আজ সন্ধ্যা ৭টায় ছাত্রলীগের ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল বের করেছে ছাত্র ইউনিয়নের (একাংশ) জাবি সংসদ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে বেশ কয়েকটি সড়ক ঘুরে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়৷

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ