ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক মারধরের তদন্তে ধীরগতি

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা ও আহত করার দুই দিন পার হলেও তদন্ত কাজ শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি।

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ছাত্রলীগের ২৫-৩০ জনের একটি গ্রুপ বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলা করে।

এ সময় সাংবাদিক সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীবকে লাইব্রেরির তৃতীয় তলায় ও সভাপতি ফাহাদ বিন সাঈদকে জয়ধ্বনি মঞ্চের সামনে বেধড়ক পেটানো হয়। এসময় তাদের হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ছিল।

সেদিনই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মাসুম হাওলাদারকে সভাপতি, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিকে সদস্য-সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু দুই দিন পার হলেও এখনো তদন্ত প্রক্রিয়া শেষ করতে পারেনি তদন্ত কমিটি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী সাংবাদিকদের ও শিক্ষার্থীদের বক্তব্য নেওয়া ছাড়া তদন্তকার্যে তেমন কোন অগ্রগতি হয়নি। এতে ভুক্তভোগী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মাসুম হাওলাদার বলেন, পত্র-পত্রিকায় যেসকল অপরাধী ও ভুক্তভোগীদের নাম পাওয়া গেছে সবার সাথে কথা বলার চেষ্টা করছি। অনেকে ক্যাম্পাসে নাই। যার কারণে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় লাগছে। আমরা এখন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। মাঝে আবার সাপ্তাহিক ছুটিও রয়েছে৷ যাদের সাথে কথা বলা হয়নি তাদের সাথে কথা বলে তদন্ত প্রতিবেদন জমা দেবো আমরা।

নয়াশতাব্দী/ডিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ