ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

ববির সাবেক শিক্ষার্থী শফিকের বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফিকুর রহমান ওরফে শফিক মুন্সির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগ ও প্রক্টোরিয়াল বডির দুটি ভিন্ন ভিন্ন তদন্ত কমিটি গঠন করেছে৷

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইউম।

প্রক্টরিয়াল বডির তদন্ত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহফুজ আলমকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়৷

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- তদন্ত কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর ফরহাদ উদ্দিন, অর্থনিতি বিভাগের ছাত্র উপদেষ্টা মারজিয়া নমি।

তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহফুজ আলম বলেন, তদন্ত কমিটির কাজ দ্রুত গতিতে চলছে৷ আশা করি সময়ের আগেই প্রতিবেদন জমা দিতে পারবো৷

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, বিভাগীয় তদন্ত কমিটি রিপোর্ট ও প্রক্টরিয়াল বডির সভায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট এর মাধ্যমে সমন্বিত ফাইনাল রিপোর্ট আগামী ১০ কার্য দিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে৷

এবিষয়ে প্রক্টর ড. মো. আবদুল কাইউম বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে সকল ধরনের সাপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থী ব্যতীত অন্য কেউ অভ্যন্তরে কিংবা হলে অবস্থান করতে পারবে না। যদি করে তবে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরন করবে।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের এক নারী শিক্ষার্থী শফিক মুন্সির বিরুদ্ধে প্রক্টর বরাবর এ অভিযোগ দেন। অভিযোগের পর থেকে ভুক্তভোগীকে অভিযোগ প্রত্যাহারেও চাপ প্রয়োগ করে আসছিলেন অভিযুক্ত শফিক।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ