ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

বাকৃবিতে ৬ তলা গবেষণা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গবেষণার মনোন্নয়নের লক্ষ্যে ৬তলা বিশিষ্ট রিসার্চ, টেস্টিং অ্যান্ড ডেভেলেপমেন্ট (আর টি অ্যান্ড ডি) ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সামনে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

জানা যায়, উচ্চতর গবেষণা ও শিক্ষার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ তাদের নিজস্ব অর্থায়নে একটি ভবন নির্মাণের উদ্যোগ নেয়। বিভাগের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সারাদেশের প্রান্তিক খামারিদের কাছে স্বল্পমূল্যে কলেরা ও সালমোনেলা রোগের ভ্যাক্সিন সরবরাহ করা হচ্ছে। ভ্যাক্সিন বিক্রির লভ্যাংশ থেকেই ছয়তলা বিশিষ্ট রিসার্চ, টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবটি নির্মাণ করা হচ্ছে। ল্যাবটি শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা, গবেষণার মান যাচাই ও অ্যাকাডেমিক শিক্ষার কাজেও ব্যবহৃত হবে বলেও জানা যায়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল, প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. মারজিয়া রহমানসহ সংশ্লিষ্ট বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এতে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা অনেক। তাদের শেখানোর সক্ষমতাও অনেক ভালো। এখানে শতকরা ৯৫ ভাগ শিক্ষক পিএইচডিধারী। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান আরও বৃদ্ধি করতে ও সকল পর্যায়ের গবেষকদের উৎসাহিত করতে এই রিসার্চ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ