আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট-২০২৪ এ নিজেদের প্রথম ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নারী ক্রিকেট দলকে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) নারী ক্রিকেট দল।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুপুর আড়াইটায় খেলা শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যবিপ্রবি নারী ক্রিকেট দল।
দশ ওভারের খেলায় দুই উইকেট হারিয়ে যবিপ্রবি ৮৬ রান করে। এর বিপরীতে ৮৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে মাঠে নামে পবিপ্রবি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পবিপ্রবি। নয় ওভার এক বলে (৯.১ ওভার) ৩১ রানে পবিপ্রবিকে অলআউট করে সহজ জয় তুলে নেয় যবিপ্রবি।
খেলায় সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন যবিপ্রবি শিক্ষার্থী ও যবিপ্রবি নারী ক্রিকেট দলের সদস্য অরুন্ধতী রায়, ২০ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন যবিপ্রবির অধিনায়ক চৈতী। সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন যবিপ্রবির শিউলি। একই দলের কোহিনূর ও মুক্তা ২ টি করে উইকেট তুলে নেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ