যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে সাময়িক বহিষ্কার না করলে আগামীকাল সিন্ডিকেট ঘেরাও করার ঘোষণা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন 'নিপীড়ন বিরোধী মঞ্চ'।
মঙ্গলবার(৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সাথে সাক্ষাৎ শেষে এ ঘোষণা দেন সংগঠকরা৷ আগামীকাল দুপুর ২টায় সিন্ডিকেট সভার আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷
ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী বলেন,'আমরা উপাচার্যের কাছে আমাদের দাবিগুলো উত্থাপন করেছি৷ জনির বিষয়টি সিন্ডিকেটের এজেন্ডাভুক্ত করার জন্য বলে এসেছি৷ উপাচার্য যদি এজেন্ডাভুক্ত করে জনিকে সাময়িক বহিষ্কারের বিষয়টি আমাদের জানায় তাহলে সিন্ডিকেট ঘেরাও করবো না। অন্যথায় সিন্ডিকেট ঘেরাও করবো।'
'নিপীড়নের বিরোধী মঞ্চ' এর অন্যতম সংগঠক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলি বলেন,'প্রায় দেড়বছর পার হয়ে গেছে অথচ মাহমুদর রহমান জনির মতো যৌন নিপীড়কের এখনো বিচার হয়নি৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধর্ষক ও নিপীড়কের বিচার করার কোনো সদিচ্ছা নেই৷ তারা বিষয়টি ঝুলিয়ে রেখেছে, এটা দেখে শিক্ষার্থীরা কি শিখছে? ধর্ষণ-নিপীড়ন করলে এই ক্যাম্পাসে বিচার হয় না৷ কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের তো ঐতিহ্য আছে৷ সকল ধর্ষক-নিপীড়কের বিচার শেষ পর্যন্ত হয়েছে৷ বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন যেন বার বার সে বিষয়টা ভুলে যান৷ আমরা চাই সকল নিপীড়কদের বিচার হোক।'
প্রসঙ্গত, মাহমুদুর রহমানের জনির বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীকে শিক্ষক বানানোর প্রলোভনে অনৈতিক সম্পর্ক স্থাপন, শিক্ষক নিয়োগে প্রভাব বিস্তার ও জোর করে গর্ভপাতের অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এরপর ২০২২ সালের ৮ ডিসেম্বর একাধিক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে জনির বিরুদ্ধে প্রাথমিক তদন্ত কমিটি গঠিত হয়। তখন গত বছরের ৩১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু কমিটির রিপোর্ট পূর্ণাঙ্গ হয়নি মর্মে আবারও স্পষ্টীকরণ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরপর গত বছরের ১০ আগস্ট ৬ সদস্য বিশিষ্ট স্ট্রাকচার্ড কমিটি গঠন হয়। তবে এরপরও জনির বিচার নিয়ে শুরু হয় কালক্ষেপণ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ