জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ এবং বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী জাপানিজ ফিল্ম ফেস্টিভাল শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সেমিনার কক্ষে এই ফিল্ম ফেস্টিভালের উদ্বোধন করেন বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের প্রথম সচিব কেন কোমিং।
উৎসবের প্রথম দিনে আজ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে সেমিনার কক্ষে ৩টি চলচ্চিত্র প্রদর্শনী করা হয়৷ উৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনাতয়নে আরও ৩টি চলচ্চিত্র প্রদর্শনী করা হবে৷
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের সচিন কেন কোমিং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি এবং সংস্কৃতির প্রশংসা করার পাশাপাশি জাপানের সংস্কৃতির সাথে পরিচিত হতে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে লাবিবা মারজুকা মাহীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, ‘চলচ্চিত্রের মাধ্যমে একটা সমাজ সম্পর্কে জানতে পারা যায়। জাপানিজ চলচ্চিত্র দেখার মাধ্যমে আমরা যেমন জাপানি সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো একইভাবে জাপানি সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির একটি মেলবন্ধন তৈরি হবে।’
সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ বলেন,‘চলচ্চিত্র গণমাধ্যমের একটা জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমেই আমর নতুন কিছুর সাথে খুব সহজে পরিচিত হতে পারি। জাপানিজ চলচ্চিত্রের মাধ্যমে আমরা জাপানিজ সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া শিফাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনে সোসাইটির সভাপতি নাফিস মাহমুদ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ