ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে 'পণ্যের সমস্যা ও সমাধান' বিষয়ে সভা

প্রকাশনার সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭

যশোর লাইট ইঞ্জিনিয়ারং সেক্টরে সর্বাধিক বিক্রিত পণ্যের যথাযথ 'মানোন্নয়ন ও ব্রান্ডিং' এর লক্ষ্যে পণ্যের বর্তমান সমস্যা ও সমাধান' অনুসন্ধানে অংশীদারদের নিয়ে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় যশোরের সিটি প্লাজাতে সুইস কন্টাক্টের অর্থায়নে প্রবৃদ্ধি প্রকল্পে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আয়োজনে এ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

আইপিই বিভাগের সহকারী অধ্যাপক রাকেশ রায় বলেন, আমরা যশোর লাইট ইঞ্জিনিয়ারং সেক্টরে সর্বাধিক বিক্রিত পণ্যের ৬টি পণ্য নির্ধারণ করে, এগুলোর যথাযথ 'মানোন্নয়ন ও ব্রান্ডিং' নিয়ে কাজ করবো। এরই ধারাবাহিকতায় নির্ধারিত পণ্যের বর্তমানে কি কি সমস্যা আছে, তা কিভাবে সমাধান করা যায় এবিষয়ে যশোরের বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকদের সাথে আলোচনা করা হয়েছে। সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

যবিপ্রবির আইপি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মুজাহিদুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন একই বিভাগের লেকচারার শোয়েব মোহাম্মদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক রাকেশ রায়, BEIOA এর ঊর্ধ্বতনসহ সভাপতি সিরাজ খান মিন্টু, প্রবিদ্ধির ব্যবস্থাপক ইমপ্লিমেন্টেশন খালেদ শামস, মনিটরিং, রেজাল্ট অ্যান্ড মেজারমেন্ট অফিসার মুশফিকুর রহমান, প্রবৃদ্ধির প্রকল্প কর্মকর্তা এস.এম. রাহাত পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে যশোরের বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ