ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খুবি সাংবাদিক সমিতির নির্বাচন বৃহস্পতিবার

প্রকাশনার সময়: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৬

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন দুপুর দেড়টা থেকে মোট ১১টি পদের বিপরীতে ভোটগ্রহণ শুরু হবে। রোববার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. খান মেহেদী হাসান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল তালুকদার ও আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান।

তফসিল অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৫ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন সংগ্রহ, ৬ ফেব্রুয়ারি নমিনেশন পেপার জমা ও যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ, ৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি খুবিসাসের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

সংগঠন সূত্রে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর মেয়াদ চলতি বছরের ২২ জানুয়ারি শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৮ (খ) মোতাবেক কার্যকরী সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হয়।

উল্লেখ্য, এ নির্বাচনের মাধ্যমে সংগঠনটির চতুর্থ কার্যনির্বাহী পরিষদ গঠিত হবে। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সংগঠনটি চালু হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ