জমকালো আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ুর রহমান হলে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের উদ্যোগে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় 'বাউন্ডারি ব্লাস্টারস'।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আইপিই বিভাগ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্ট শুরু হয়। আইপিই বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের মাঝে লটারির মাধ্যমে ছয়টি দল নিয়ে টুর্নামেন্ট পরিচালনা করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘দুঃসাহসী-১০’ এবং ‘টাইটানস-১০।’
দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শহীদ মসিয়ুর রহমান হলের মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার রাত ১টায়। এতে টিম 'আইপিইই গ্লেডিয়েটরস' কে ৩ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় টিম 'বাউন্ডারি ব্লাস্টারস’।
এদিকে প্রতিটি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ, সেরা উইকেট টেকার, সেরা স্কোর ম্যান অব দ্যা সিরিজকে মেডেল দেওয়া হয়।আয়োজকরা জানান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই) বিভাগের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে ছয়টি টিম গঠনের মাধ্যমে এই জমকালো শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এতে দর্শক হিসেবে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ ও হলের ছাত্ররা দল নেয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ