ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

চবিতে আইইআরডিসির উদ্যোগে বিতর্ক কর্মশালা

প্রকাশনার সময়: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪১ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিতর্ক সংগঠন আইইআর ডিবেটিং ক্লাবের (আইইআরডিসি) উদ্যোগে বিতর্ক, বক্তৃতা ও উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে দিন্যবাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিজনেস অ্যান্ড ডিবেটিং অ্যাসোসিয়েশনের মিডিয়া এবং পাবলিকেশন সেক্রেটারি শাখাওয়াত মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি মশিউর রহমান নাঈম।

কর্মশালায় বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে নব্য বিতার্কিকদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কর্মশালার কনভেনর হিসেবে আইইআরডিসির পাবলিক রিলেশন সেক্রেটারি সায়মা বিনতে ইসলাম মিমি, কো-কনভেনর হিসেবে ছিলেন ক্লাবটির বিতার্কিক তাহসিনা রহমান, তানভিন কায়েস লিওন এবং মোহাম্মদ আবিল ইমাম রাফি।

সায়মা বিনতে ইসলাম মিমি বলেন, আইইআর ডিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিষ্ঠিত বিতর্ক ক্লাব। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষকরা বিতর্ক, পাবলিক স্পিকিং এবং উপস্থাপনার ওপরে আলোচনা করেন। আশা করছি এ কর্মশালা বিতার্কিকদের যুক্তির আলোকে মুক্ত মন সৃষ্টিতে ভূমিকা রাখবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ