ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

বাকৃবির বিজ্ঞান চর্চা কেন্দ্রের সভাপতি জাবের, সম্পাদক নাদিয়া

প্রকাশনার সময়: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৩ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিজ্ঞান চর্চা কেন্দ্র সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাবের ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাদিয়া।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাকৃবির পশু পালন অনুষদীয় গ্যালারিতে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা, ‘বিজ্ঞানের ধ্বংসাত্মক ব্যবহার রুখো’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা ও কমিটি পরিচিতি অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাশরুল আহসান, সাংগঠনিক সম্পাদক তিতাস রায়, দপ্তর সম্পাদক মো. সোহান সিকদার, অর্থ সম্পাদক ইয়াছিনুর রহমান ইন্না, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান, পাঠচক্র বিষয়ক সম্পাদক সবুজ পাল, স্কুল ও কর্মশালা বিষয়ক সম্পাদক নুসরাত আহমেদ, গবেষণা বিষয়ক সম্পাদক তুহিন বাবু এবং সদস্য হিসেবে রয়েছেন উত্তম কুমার বালা, ইকরামুল হক, মেহেদী হাসান, সানজিদা আক্তার।

এসময় অনুষ্ঠানের বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার উপলক্ষ্যে সংগঠন কর্মী জাবের ইসলাম অংশগ্রহণকারী প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে ‘বিজ্ঞানের ধ্বংসাত্মক ব্যবহার রুখো’ বিষয়ক একটি উপস্থাপনা প্রদান করেন। পরে বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞানের ধ্বংসাত্মক রূপ বিষয়ক বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

নয়াশতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ