রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহিদ এএইচএম কামারুজ্জামান হলের একটি ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর সূত্রে জানা যায়, শহিদ এএইচএম কামারুজ্জামান হলে ৩০ ফিট উচ্চতার একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ চলছিল। গতকাল সোমবার অডিটোরিয়ামের ছাদের ঢালাই সম্পন্ন হয়। তবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে হঠাৎ শার্টারিং ধসে পড়ে। এতে বেশ কয়েকজন কর্মরত শ্রমিক চাপা পড়ে। তাদের মধ্যে ১০-১২ জনকে উদ্ধার করা হয়েছে।
কামারুজ্জামান হলের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আবু বক্কর বলেন, গতকাল হলের অডিটোরিয়ামের ছাদের ঢালাই ছিল। সে ঢালাইয়ে কোনো অনিয়ম ছিল। তাই ধসে পড়েছে। তিনি আরও বলেন, আমরা থাকা পর্যন্ত সব কিছু ভালোই ছিল। ছাদের ঢালাই একটা চলমান প্রক্রিয়া।
প্রকল্প পরিচালক খন্দকার শাহরীয়ার বলেন, আমি রাজশাহীর বাইরে আছি। তবে নির্মাণাধীন হলের একটা অডিটোরিয়ামের কাজ চলছিল, সেটার শার্টারিং ধসে পড়ে প্রায় ১০ জন শ্রমিক আহত হয়েছেন বলে শুনেছি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে কামারুজ্জামান হলে আসি। এখন পর্যন্ত ১০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আরও কিছু শ্রমিক চাপা পড়ে থাকতে পারে। তাদের উদ্ধারকাজ চলমান রয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নয়াশতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ