ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো স্বপ্নসিঁড়ি

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২৪, ২০:৩৯

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি পাঠশালার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পরে তাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে রংপুর রেলওয়ে স্টেশনের পাশে বাবুপাড়ার লিচু বাগানে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরোবির লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম। এছাড়াও সংগঠনটির অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ ও শীতবস্ত্র পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাতিহুল ইসলাম শোভন বলেন, সুবিধাবঞ্চিত শীতার্ত এসব শিক্ষার্থীদের জন্য আমাদের লক্ষ্য হলো বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাঠদান করানো। হাত বাড়ায় মানবতার সেবায়, ‘লক্ষ্য মোদের আকাশ ছোয়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় স্বপ্নসিঁড়ি। অধিকার বঞ্চিত শিক্ষার্থী নিয়ে কাজ করবো ইনশাল্লাহ।

এছাড়াও অধিকার বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে কাজ করে থাকে।

নয়াশতাব্দী/এআই/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ