বাংলাদেশ রোভার অঞ্চলের সুবর্ণজয়ন্তী রোভার মুট উপলক্ষ্যে গুণগত রোভারিং এর মান উন্নয়নের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) জবি রোভার ডেনে দুই শতাধিক রোভার ও সহচরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ডে ক্যাম্পে রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার। রোভার স্কাউট লিডার হিসেবে কাজী ফারুক হোসেন এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাইনুল হোসেন মুন্না পিআরএস, কামরুল হাসান, আলমগীর হোসেন, মোল্লা মামুন হাসান, আনোয়ার হোসেন, সাজেদা আক্তার সাথী-সহ প্রমুখ।
ডে ক্যাম্পের ইনচার্জ হিসেবে ছিলেন জবি রোভার-ইন-কাউন্সিলর ২৩-২৪ এর সভাপতি শরিফুল ইসলাম খান এবং ডেপুটি ইনচার্জ হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক অভিজিৎ বাড়ৈ।
শরিফুল ইসলাম খান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ দেশের ঐতিহ্যবাহী রোভার স্কাউট গ্রুপ। প্রতিবছরের ন্যায় এবছরও সহচরদের নিয়ে আমাদের ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজকের সহচররাই জবি রোভার ডেনের আগামীর কর্ণধার এবং তাদের মাধ্যমেই দেশ ও দেশের বাহিরে জবি রোভারের সুনাম ছড়াবে বলে প্রত্যাশা করছি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ