শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পটুয়াখালী জেলা রোভারের নেতৃত্বে পবিপ্রবির আবু হানিফ

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২৪, ১৭:১৬

পটুয়াখালী জেলা রোভারের সম্পাদক মনোনীত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক মুহাম্মদ আবু হানিফ।

পটুয়াখালী জেলা রোভার স্কাউটস ভবনে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পটুয়াখালী জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিলে উপস্থিত কাউন্সিলররা মুহাম্মদ আবু হানিফকে আগামী ৩ বছরের জন্য সম্পাদক হিসেবে মনোনীত করেন।

মুহাম্মদ আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জাম্বুরি ও ক্যাম্পে অংশগ্রহণ করে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

পটুয়াখালী জেলা রোভারের নব মনোনীত সম্পাদক মুহাম্মদ আবু হানিফ বলেন, ‘পটুয়াখালী জেলা রোভারকে এগিয়ে নিতে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব। যারা আমার উপর আস্থা রেখেছেন তাদের আস্থার প্রতিদান দিতে চাই।’

তিনি কাউন্সিলে উপস্থিত কাউন্সিলর এবং জেলা প্রসাশক নূর কুতুবুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ