জমি দখল, রাজনীতিতে সমন্বয়হীনতা ও নেতা-কর্মীদের সাথে অশোভন আচরণসহ নানা অভিযোগে গত ২৩ জানুয়ারি নিজের অনুসারীদের দ্বারা অবাঞ্ছিত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। আজ তাকে ছাড়াই ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ৩টার দিকে সাইফুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সঙ্গে সাক্ষাতের জন্য আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশ। এসময় সভাপতি আক্তারুজ্জামান সোহেল নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকলেও দেখা যায়নি লিটনকে।
এদিকে উপাচার্যের কার্যালয়ে পৌঁছানোর পর নেতাকর্মীরা সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে কার্যালয়ে যেতে চাইলে উপাচার্য ও প্রক্টরের নিষেধের কারণে ভেতরে যেতে না পারলেও সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক লিটনের বিক্ষুব্ধ অনুসারীদের পক্ষে সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার সেখানে উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন না আসার বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, আজকে শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। সাধারণ সম্পাদক অসুস্থ থাকার জন্য আসতে পারে নি। এটা স্বাভাবিক। এটা পরিকল্পিত কোনো প্রোগ্রাম না। এমপি মহোদয়ও হুট করে এসেছে। আমরা যে যার জায়গা থেকে এসেছি। এটা ছাত্রলীগের কোনো প্রোগ্রাম না।
অন্যদিকে বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, লিটন না আসায় তাদের কর্মসূচি সফল হয়েছে।
এ বিষয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের পক্ষে চিন্ময় সরকার বলেন, আমরা মনে করি তাকে অবাঞ্ছিত ঘোষণা করায় তিনি আসেননি। তিনি এটা মেনে নিয়েছেন। আর অবাঞ্ছিত হওয়ার পর তা না আসাই স্বাভাবিক ছিল।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ