শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

রাবিতে সমন্বিত হল সমাপনী অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ২৫ জানুয়ারি ২০২৪, ১৮:২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদায়ী শিক্ষার্থীদের ‘সমন্বিত হল সমাপনী ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

পরে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি স্টেডিয়াম থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, তোমরা শিক্ষাজীবন থেকে অর্জিত জ্ঞান, মেধা ও মনন দেশ-জাতির কল্যাণে নিবেদিত করবে। আধুনিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি তোমরা। এসময় উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর।

অন্যদের মধ্যে ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, হল প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা এবং বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ