শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শাবিপ্রবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারি, আহত ৩

প্রকাশনার সময়: ২৫ জানুয়ারি ২০২৪, ১৭:২৯

ব্যাডমিন্টন কোর্টকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছন।

বুধবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শিক্ষাভবন 'বি’এর ব্যাডমিন্টন কোর্টে নৃবিজ্ঞান বিভাগ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রসায়ন বিভাগের ২০২১-২২ সেশনের অনুরাগ শাহা অর্পণ ও আরাফাত এবং নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শাফায়াত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, গতকাল নৃবিজ্ঞান বিভাগ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বি বিল্ডিং গ্রাউন্ডে ব্যাটমিন্টন কোর্টে কথা কাটাকাটির জেরে মারধর হয়েছিল। এতে তিনজন আহত হয়েছিলেন। আহতদের স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আজ সকালে বাসায় ফিরেছেন।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা এ বিষয় নিয়ে বসেছেন। তাদের সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এবিষয়ে রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আইয়ুব বলেন, আমি শুনেছি, সন্ধ্যার দিকে রসায়ন বিভাগের ২০২১-২২ সেশনের কয়েকজন শিক্ষার্থী বি বিল্ডিং গ্রাউন্ডে ব্যাটমিন্টন কোর্টে রঙ করেছিল। রঙ করা শেষে তারা কিছুক্ষণের জন্য বাহিরে গিয়েছিল। পরে এসে দেখে রঙ করা কোর্টে নৃবিজ্ঞান বিভাগের দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী ব্যাটমিন্টন খেলছে। এতে সদ্য রঙ করা কোর্টে খেলা ও কোর্টের রঙ নষ্ট হওয়া নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময়ে নৃবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী তার বিভাগের শিক্ষার্থীকে কল দিয়ে বিষয়টি জানালে, ২০২০-২১ সেশনের আরিয়ান, শফিক, শাফায়াত ও সানিসহ ৮/১০ জন শিক্ষার্থী এসে রসায়ন বিভাগের ২০২১-২২ সেশনের অর্পণ ও আরাফাতকে মারধর করে। এসময় তারা সেখানে থাকা চেয়ারও ভাঙচুর করে।

মারধরের বিষয়ে জানতে চাইলে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিয়ান বলেন, আমি কাউকে মারধর করিনি। আমরা গিয়ে দেখি রসায়ন বিভাগের শিক্ষার্থীরা আমার বন্ধু শাফায়াতকে মারধর করেছে। তাকে ওসমানী মেডিকেলে নেওয়া হয়েছে।

শাফায়াতকে কেন মারধর করেছে জানতে চাইলে এ শিক্ষার্থী আরও বলেন, কেন মারধর করছে সেটা জানি না। তবে ঘটনার বিষয়ে আমি শুনছি, রসায়নের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুই তোকারি করে বলছে, তোরা তোদের বিভাগ ছেড়ে এখানে খেলতে আসছিস কেন? এ নিয়ে কথা কাটাকাটি হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ