শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সমাজে শিক্ষকদের অবস্থান আগের মতো নেই: বাকৃবি ভিসি

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:২৭

সমাজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান আগের মতো নেই বলে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

তিনি বলেন, আমাদের তথাকথিত স্বাধীনতার যথেচ্ছ ব্যবহারের কারণেই সম্মান নষ্ট হয়েছে। সেটা যদি করে থাকি, তাহলে আমাদের সম্মান বেশি দিন থাকবে না। এক সময় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত লেকচারারের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে টিচিং-লার্নিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে ওই কর্মশালার আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ২৩ জন লেকচারার অংশ নেন।

অনুষ্ঠানে জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সচিবের সমান বলে থাকি। কিন্তু সচিবের ব্যক্তিত্ব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মেইনটেইন করতেছে কিনা, ভেবে দেখতে হবে। তাদের অবস্থানে আমরা নিজেদের প্রস্তুত করতে পারছি কিনা। সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের অবস্থান তৈরি করে নিতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ছাজেদা আখতার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিচার্স সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মাহফুজা বেগম।

এছাড়াও জিটিআইয়ের অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং প্রশিক্ষণার্থী শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ