টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের কনফারেন্স রুমে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইদ্রিচ আলী বলেন, এসির শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। গ্যালারির ফ্লোর কাঠের হওয়ায় এসির আগুন ফ্লোরের কাঠে লেগে সেখান থেকে ছড়িয়ে পড়ে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ