শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শিক্ষা-গবেষণায় নোবিপ্রবি উপাচার্যের ‘হাশেম পদক’ অর্জন

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:৩০

শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রাখায় মোহাম্মদ হাশেম পদক-২০২৪ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মোহাম্মদ হাশেম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘হাশেম লোক উৎসব-২০২৪’ অনুষ্ঠানে ওই পদক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু মোহাম্মদ হাশেম পদক-২০২৪ নোবিপ্রবি উপাচার্যের হাতে তুলে দেন।

লোকগীতির বরেণ্য গীতিকার ও সুরকার অধ্যাপক মোহাম্মদ হাশেম স্মরণে এই পুরষ্কার শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ জনকল্যাণে বিশেষ ভূমিকা রাখা ব্যক্তিদের দেওয়া হয়।

সম্মানিত এই পদক পেয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম বলেন, মোহাম্মদ হাশেম লোকগীতির জন্য অনবদ্য কাজ করে গেছেন। তিনি নিজের জীবদ্দশায় সাংস্কৃতিক অঙ্গনে অনেক অবদান রেখেছেন। কৃত্রিমতা পরিহার করে তিনি লোকগীতিতে মানুষের কাছে পোঁছে দিয়েছেন। বেঁচে না থাকলেও তিনি এই অঞ্চলের মানুষের হৃদয়ে গেঁথে আছেন।

গীতিকবি, সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেমের হাজারো গান সারাবিশ্বে ছড়িয়ে দিতে ২০২০ সালে যাত্রা শুরু করে মোহাম্মদ হাশেম ফাউন্ডেশন। শিল্পী ও শিক্ষাবিদ মোহাম্মদ হাশেমের জীবনাদর্শ ও সৃজনকর্ম সংরক্ষণ ও সম্প্রসারণ এই ফাউন্ডেশনের মূখ্য উদ্দেশ্য। ফাউন্ডেশনটি শিল্পী হাশেমের গান সংরক্ষণ, চর্চা ও প্রসারে নিয়েছে বহুমুখী উদ্যোগ।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ