পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রকৌশল বিভাগের ব্যবস্থাপনায় ও মেসার্স বিশ্বাস ফায়ার এক্সটিংগুইসার এর সহযোগিতায় অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ১১টায় পবিপ্রবির পরিবহন শাখার সামনে এ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্টার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।
এ ছাড়াও কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তা রক্ষার কাজে জড়িত আনসার সদস্যরা।
মহড়ায় মেসার্স বিশ্বাস ফায়ার এক্সটিংগুইসার এর পক্ষ থেকে অগ্নিনির্বাপক সিলিন্ডারের বৈশিষ্ট্য, প্রকৃতি, প্রয়োজনীয়তা, অগ্নিনির্বাপণের ব্যবহার নিয়ে আলোচনা করা হয় এবং আগুন জ্বালিয়ে নির্বাপণ করার কৌশল দেখানো হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ