শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ইবিতে ৬ দিনব্যাপী ছাপচিত্র কর্মশালা শুরু

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ১৭:৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ছাপচিত্র ডিসিপ্লিনের উদ্যোগে ছয় দিনব্যাপী ছাপচিত্র কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ২০৭ নং কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ কর্মশালা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন।

এ ছাড়াও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিভাগের ছাত্রী ফারজানা ইয়াসমিন মিষ্টি।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ নিজেদের প্রতিকৃতি স্ব-হস্তে ছাপ দেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আদি এবং আধুনিক মিলে চারুকলা একটি সমৃদ্ধ বিভাগ। এ বিভাগের শিক্ষার্থীরা যেদিন জয়নুল আবেদিন, হাশেম খান, শেখ মোহাম্মদ সুলতানদের মতো বিখ্যাত চিত্রশিল্পী হবে, সেদিন আমরা সার্থক হবো।

আলোচনা সভা শেষে ক্যানভাসে ছবি এঁকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ