শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আরবি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ২০:৫৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪, ২৩:১৩

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সারাদেশের কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ ২০২০-২০২ সেশনের কামিল মাস্টার্স (১ বছর মেয়াদী) পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ, কে, এম, আক্তারুজ্জামান পরীক্ষার ফলাফল ভাইস চ্যান্সেলরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের পরিচালকগণসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এই পরীক্ষায় মোট এক হাজার ২৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন এক হাজার ১৬৫ জন। এই পরীক্ষায় পাসের হার: ৯১.৯৫%।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ