শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শাবি প্রেসক্লাবের সঙ্গে হাল্ট প্রাইজ সাস্টের মতবিনিময়

প্রকাশনার সময়: ২১ জানুয়ারি ২০২৪, ১৮:৪৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামাজিক উদ্যোক্তা বিষয়ক সংগঠন হাল্ট প্রাইজ সাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে শাবি প্রেসক্লাব কার্যালয়ের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত, যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ তানভীর হাসান, দফতর সম্পাদক নাঈম আহমদ শুভ প্রমুখ।

অন্যদিকে হাল্ট প্রাইজ সাস্টের ক্যাম্পাস ডিরেক্টর আরমান রশিদ, উইং হেড ইভেন্ট ম্যানেজমেন্ট হাবিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটর মুস্তাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট স্টাফ কোর্ডিনেটর মো. এহসান হাবিব, জার্জ কো-অর্ডিনেটর মো. দেলোয়ার হোসেন, ডকুমেন্টসন কো-অর্ডিনেটর ফাতিহা চৌধুরী রাত্রি, পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর তাসনুভা নজুহাত ও প্রেস ও মিডিয়া কো-অর্ডিনেটর আশিক আহমেদ রিয়ান।

এসময় হাল্ট প্রাইজ সাস্টের ডিরেক্টর আরমান রশিদ বলেন, হাল্ট প্রাইজ হল একটি বার্ষিক প্রতিযোগিতা যেখানে বিভিন্নধরণের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশেষ করে এসডিজির ১৭টি লক্ষ্য পূরণে আমরা কাজ করে থাকি। বিভিন্ন ধাপ পেরিয়ে পরিশেষে একটি বেস্ট আইডিয়া প্রদানকারী টিমকে বিজয়ী ঘোষণা করা হয়। ওই টিমকে গ্লোবাল স্টার্টআপ প্রাইজ হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলারে পুরষ্কৃত করা হয়, যাতে তারা তাদের বিজনেস আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারে।

মতবিনিময়কালে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠনগুলোর বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের শিক্ষার্থীবান্ধব কাজে শাবি প্রেসক্লাব পাশে থাকবে। অতীতের মতো আমরাও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’ পরবর্তীতে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান হাল্ট প্রাইজের সদস্যরা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ