আজ শনিবার, ২০ জানুয়ারি ২০২৩। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি:
১২৬৫ - ব্রিটিশ পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়।
১৭৫৭ - নবাব সিরাজ-উদ-দৌলা হুগলি আক্রমণ করেন।
১৮১৭ - কলকাতায় হিন্দু কলেজ চালু হয়। পরে এর নাম হয় প্রেসিডেন্সি কলেজ।
১৮৪১ - হংকং ব্রিটিশ সাম্রাজ্যের আওতাধীন হয়।
১৮৭০ - বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।
১৮৯২ - আমেরিকার স্প্রিং ফিল্ডে প্রথম বাস্কেটবল খেলা হয়।
১৯০৫ - দক্ষিণ আফ্রিকার ট্রান্সভালের প্রিমিয়ার খনিতে পৃথিবীর সবচেয়ে বড় হীরা পাওয়া যায়।যার ওজন ছিল ৩.১০৬ ক্যারট।
১৯২৫ - ব্রিট্রেন ও চীনের পিকিং চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৪ - আলোকচিত্র এবং ইলেকট্রনিকস্ কোম্পানী হিসেবে ফুজিফিল্ম কোম্পানীর যাত্রা শুরু করে।
১৯৪৪ - বার্লিনে ব্রিটেন ২,৩০০ টন বোমা নিক্ষেপ করে।
১৯৫৫ - চীন-আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৬৯ - তৎকালীন পূর্ব-পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) পুলিশ কর্তৃক আমানুল্লাহ আসাদুজ্জামান নিহত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য এ ঘটনাটি বেশ প্রভাব বিস্তার করেছিল বলে ইতিহাসবেত্তাদের ধারণা। শহীদ আসাদকে ঘিরেই বাংলাদেশের আধুনিক কবি শামসুর রাহমান আসাদের শার্ট কবিতাটি রচনা করেছেন।
১৯৬৮ - ইরাকের প্রেসিডেন্ট আরেফ ক্ষমতাচ্যুত হন; আর বারেকের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়।
১৯৮১ - মাদার তেরেসা ঢাকা আগমন করেন।
১৯৮৬ - লেসোথোর প্রধানমন্ত্রী লিয়াবুয়া ক্ষমতাচ্যুত হন।
১৯৮৯ - নগরবাড়ী ঘাটে ফেরি দুর্ঘটনায় অভিনেত্রী টীনা খানসহ বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের ব্যতিক্রমী নক্ষত্র আলমগীর কবির মৃত্যুবরণ করেন।
১৯৮৯ - জর্জ বুশ যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৯১ - সুদানে শরিয়া আইন জারি হয়।
১৯৯২ - চীন-বেলারুস কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
১৯৯৩ - বিল ক্লিনটনের যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৯৫ - তাজমহলকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষাকল্পে ৮৪ টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
১৯৯৭ - ক্লিনটনের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শুরু হয়।
১৯৯৭ - বঙ্গবন্ধু হত্যা মামলা শুরু হয়।
১৯৯৯ - ইন্টারনেট ব্যবহার বিশেষ করে সাইবার ক্যাফেতে ইন্টারনেট সেবার ওপর চীনা সরকারের বিধিনিষেধ আরোপের খবর ফাঁস হয়।
২০০১ - ঢাকার পল্টনে সিপিবি’র মহাসমাবেশে শক্তিশালী বোমা বিস্ফোরণে ৯ জন নিহত হয়।
২০০৪ - তিনগিরিখাত প্রকল্পের জলাধারে যথাযথভাবে পানি মজুদ রাখার সুবিধার জন্য প্রথমবার বিস্ফোরণ সাফল্যের সঙ্গে শেষ হয়।
২০০৯ - মার্কিন যুক্তরাস্ট্রের ৪৪তম এবং প্রথম আফ্রো-আমেরিকান হিসেবে বারাক ওবামা’র রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
জন্ম:
২২৫ - রোমান সম্রাট তৃতীয় গরডিয়ান জন্মগ্রহণ করেন।
১০২৯ - সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান ও সেলজুক এর প্রপৌত্র আল্প আরসালান (আসল নাম মুহাম্মদ বিন দাউদ চাঘরাই) জন্মগ্রহণ করেন।
১৫৭৩ - জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও অধ্যাপক সাইমন মারিউস জন্মগ্রহণ করেন।
১৮৭৩ - নোবেল পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক, কবি ও প্রাবন্ধিক ইয়োহানেস ভিলহেল্ম ইয়েনসেন জন্মগ্রহণ করেন।
১৯০২ - বিপ্লবী তুর্কী কবি নাজিম হিকমত জন্মগ্রহণ করেন।
১৯২০ - ইতালীর প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ফেডেরিকো ফেনিনি জন্মগ্রহণ করেন।
১৯২১ - স্প্যানিশ ফুটবলার টেলমো জারা জন্মগ্রহণ করেন।
১৯২৭ - লেখক আবদুস সাত্তার জন্মগ্রহণ করেন।
১৯৩১ - নোবেল বিজয়ী আমেরিকান পদার্থবিদ ডেভিড মরিস লী জন্মগ্রহণ করেন।
১৯৪৯ - সুইডেনের ৩১ তম প্রধানমন্ত্রী জোরান পের্শোন জন্মগ্রহণ করেন।
১৯৫৬ - আমেরিকান কৌতুকাভিনেতা, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক বিল মাহের জন্মগ্রহণ করেন।
১৯৭০ - ইংরেজ কৌতুকাভিনেতা, গায়ক, গীতিকার ও গিটারিস্ট মিটচি বেন জন্মগ্রহণ করেন ।
১৯৮১ - ইংরেজ ফুটবল খেলোয়াড় ওয়েন হারগ্রিভস জন্মগ্রহণ করেন।
১৯৮৭ - সফটওয়্যার ডেভেলাপার এবং প্রোগ্রামার হাফিজ খান জন্মগ্রহণ করেন।
১৯৮৮ - স্প্যানিশ ফুটবলার জেফফ্রেন সুয়ারেজ জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
৮২০ - শাফেঈ মাযহাবের প্রতিষ্ঠাতা হযরত ইমাম শাফেঈ (রহ.) ইন্তেকাল করেন। তিনি ছিলেন ফিলিস্তিনি পণ্ডিত ও আইনজ্ঞ।
০৮৪২ - বাইজেন্টাইন সম্রাট থিওফিলাস মৃত্যুবরণ করেন।
১৯০০ - ব্রিটেনের বিখ্যাত লেখক, কবি, সাহিত্য সমালোচক ও শিল্পী জন রাসকিন মৃত্যুবরণ করেন।
১৯০১ - বেলজিয়ামের বিশিষ্ট আবিষ্কারক ও পদার্থবিজ্ঞানী জেনোবে গ্রাম ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯৫৪ - ইংরেজ ক্রিকেটার ফ্রেড রুট মৃত্যুবরণ করেন।
১৯৬৯ - আইয়ুববিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান শহীদ হন।
১৯৭৯ - ডেনিশ গায়ক ও গীতিকার গুস্টাভ ওয়িনক্লের মৃত্যুবরণ করেন।
১৯৮৪ - বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলার মৃত্যুবরণ করেন।
১৯৮৮ - ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রবাদপুরুষ সীমান্ত গান্ধী (খান আবদুর গাফফার) ইন্তেকাল করেন।
১৯৮৮ - গ্রিক লেখক ডরা স্ট্রাটউ মৃত্যুবরণ করেন।
১৯৯৩ - খ্যাতিমান মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্ন মৃত্যুবরণ করেন।
১৯৯৪ - স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার স্যার আলেক্সান্ডার ম্যাথিউ বাজবি মৃত্যুবরণ করেন।
২০১৩ - জাপানি কবি টয় শিবাটা মৃত্যুবরণ করেন।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ