ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নবীনদের বরণ করে নিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৪, ২১:১৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪, ২১:৩৩

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ শিক্ষার্থীদের নিয়ে নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের কমন রুমে নবীন-বরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রশাসন এবং হল ছাত্রলীগ।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের হলের পড়ার কক্ষ, লাইব্রেরি, শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে অবগত করেন হলের হাউজ টিউটর ও অনুষ্ঠানের সঞ্চালক প্রভাষক জিকেশ বর্মণ। এ ছাড়াও নবীনদের উদ্দেশ্যে হলের বিভিন্ন সুযোগ-সুবিধা ও নিয়ম-শৃঙখলা নিয়েও আলোচনা করেন তিনি। পরে নবাগতদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় হল প্রশাসন।

পরবর্তীতে রোভার স্কাউট, ডিবেটিং ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবীনদের শুভেচ্ছা প্রদান করেন স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দরা

অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, পশুপুষ্টি বিজ্ঞান বিভাগের প্রভাষক মো অলিয়ার রহমান ও বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ খন্দকার তায়েফুর রহমান রিয়াদ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ