ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

হাবিপ্রবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ২১:৫৯

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মুখে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, সাবেক সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানম, এডহক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শ্রীপতি সিকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এডহক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শ্রীপতি সিকদার বলেন, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দিনদিন বেড়েই যাচ্ছে। তাই আপনাদের নিয়ে হাবিপ্রবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদের এই আয়োজন। গণতান্ত্রিক শিক্ষক পরিষদ বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।

হাড় কাঁপানো এই শীতে কম্বল হাতে পেয়ে বেশ আনন্দিত প্রান্তিক মানুষরা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদকে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ