জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের ভিতরে এলোপাতাড়িভাবে মোটরসাইকেল না চালানোর অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীর তুলনায় খুবই ছোট। ক্যাম্পাসে সকলের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে মোটরসাইকেল ব্যবহারকারীদের ক্যাম্পাসে প্রবেশ করে নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে বলা হয়। এ ছাড়াও অযথা ক্যাম্পাসের ভিতরে এলোপাতাড়িভাবে মোটরসাইকেল না চালানোর অনুরোধ ও এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ