উৎসবমুখর পরিবেশে চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) নির্বাচন-২০২৪। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় সাংবাদিক সমিতির অফিস রুমে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচন সূত্রে জানা যায়, মোট ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থীকে নিয়ে এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় একক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া দফতর সম্পাদক পদে দুজন, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে দুজন এবং কার্যনির্বাহী দুটি পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এ নির্বাচনে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল ইসলামকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর মধ্য দিয়েই নবম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ