শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শীতার্তদের পাশে শাবিপ্রবি সঞ্চালন 

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৩৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন 'সঞ্চালন' শীতার্ত চা শ্রমিকদের মাঝে প্রথম ধাপের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেটের তারাপুর চা বাগান এবং আলী বাহার চা বাগানের শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৪০টি চা-শ্রমিক পরিবারের মাঝে প্রথম ধাপে উন্নতমানের কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে সাহায্য করেছে ওবিএটি হেল্পাসরস্ ইউএসএ।

শীতবস্ত্র বিতরণ বিষয়ে সঞ্চালনের সাধারণ সম্পাদক মহসিন হোসেইন বলেন, ‘এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। সঞ্চালন বরাবরই চেষ্টা করে তার মানবিক কাজের বিস্তারের মাধ্যমে অসহায়দের পাশে থাকার জন্য।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ