জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। এতে মনোনয়ন দাখিল করেছেন ১৩০ জন প্রার্থী।
এর আগে গত মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরূদ্ধ কাহালি।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখ ১৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত এবং ওই দিনই বিকেল ৩টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দুপুর আড়াইটায় ভোট গণনা শুরু হয়ে একই দিনে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি জানান, 'প্রতিবারের মতো এবারেও উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে আগামী ২৯ জানুয়ারি শিক্ষক সমিতির ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা রাখছি সকলের সহযোগিতায় সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।'
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ