যশোর লাইট ইঞ্জিনিয়ারং সেক্টরে সর্বাধিক বিক্রিত পণ্যের যথাযথ মানোন্নয়ন ও ব্রান্ডিংয়ে লক্ষ্যে অংশীদারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আয়োজনে ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর জেলা শাখার পরিচালনায় যশোরের মনিহারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার গণি খান।
অনুষ্ঠানে বক্তারা জানান, যশোরে অনেক মেশিন তৈরি হচ্ছে যেগুলো জনগণ কিনছে। কিন্তু দেখা যাচ্ছে কিছু মেশিন নষ্ট হচ্ছে দ্রুত, কিছু মেশিনের ব্লেড দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। এমন নানা সমস্যার কারণে ক্রেতা এবং বিক্রেতা কেউই কাঙ্খিত ফলাফল পাচ্ছে না। যশোর লাইট ইঞ্জিনিয়ারং সেক্টরে এমন সর্বাধিক বিক্রিত ৬টি পণ্য ফোডার কাটার মেশিন, ফিড মেকিং মেশিন, ব্রেকড্রাম, পালভেরাইজ মেশিন, টিউব ওয়েল ও পাম্প কেসিং। প্রাথমিকভাবে এই ৬টি পণ্যের গুণগতমান উন্নয়ন করে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কারিগরি সহায়তা প্রদান করবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইপিই বিভাগ।
তারা আরও জানান, পুরো প্রজেক্টে সহযোগিতা করবে যশোর শিল্প মালিক সমিতি, তত্ত্বাবধান করবে প্রবৃদ্ধি এবং সার্বিক তত্ত্বাবধানে থাকবে সুইসকন্টাক্ট। পাশাপাশি এ প্রজেক্টের মাধ্যমে ছয়টি প্রোডাক্টের ব্র্যান্ডিং নিয়েও কাজ করা হবে। প্রকল্প সংশ্লিষ্টদের আশা এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য তৈরি করে তা বহির্বিশ্বের রফতানি করা সম্ভব হবে। যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির উন্নয়ন সাধিত হবে এবং দেশ আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে।
অনুষ্ঠানের কিনোট স্পিকার ও যবিপ্রবির আইপিই বিভাগের সহকারী অধ্যাপক রাকেশ রায় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের মানোন্নয়ন ও ব্রান্ডিং সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন।
যবিপ্রবির আইপি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মুজাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের লেকচারার শোয়েব মোহাম্মদ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌর সভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, যশোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী ও প্রবৃদ্ধির সিনিয়র ম্যানেজার সৈয়দ আবু সুফিয়ান।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য প্রদান করেন সিএমএমওয়াইটির মেশিন ডেভলপমেন্ট অফিসার মো. হাফিজুর রহমান ও লাইট ইঞ্জিনিয়ারিং এর অনলাইন প্রোমোটং এজেন্সির কর্ণধার মো. ইমানুর রহমান ইমন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে যশোরের বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ