শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

হাবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞানের নয়া চেয়ারম্যান শাহ্ মইনুর

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অধ্যাপক ড. শাহ্ মইনুর রহমান। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

রোববার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ মইনুর রহমান বলেন, প্রথমেই উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অতিরিক্ত দায়িত্বের তুলনায় চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এখানকার দায়িত্বে আমরা আমাদের পড়াশোনা এবং গবেষণা হতে লব্ধ জ্ঞানের প্রয়োগ ঘটাতে পারি পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরির মাধ্যমে একটি বিভাগকে এগিয়ে নিতে পারি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ