শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বাকৃবিতে বৃহত্তর কুমিল্লা সমিতির শীতবস্ত্র বিতরণ

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:১৬

অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর কুমিল্লা সমিতি কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা করে আইএফআইসি ব্যাংক।

অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল মনসুর ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আউয়াল। এছাড়াও এসময় বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আবুল মনসুর বলেন, আমরা প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। সেই ধারাবাহিকতায় এ বছরও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আশা করি সামনেও আমাদের এই উদ্যোগ পরিচালনা করতে পারব।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ