জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২ ব্যাচ) শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
দাবিগুলো হলো- দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের নতুন আবাসিক হল খুলে দেয়া, অবিলম্বে সশরীরে ৫২ ব্যাচের ক্লাস শুরু করে ৫৩ ব্যাচের (প্রথম বর্ষের) ভর্তি পরীক্ষা আয়োজন করা।
মানববন্ধন ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সহ-সাধারণ সম্পাদক আশফার রহমান নবীন বলেন, 'প্রশাসন ৫২ ব্যাচকে আজকে দায়সারা অনলাইন ক্লাসে ঠেলে দিয়ে চরম অবহেলার পরিচয় দিচ্ছে। হল প্রস্তুত হলেও লোকবলের অভাবে চালু করতে পারছে না। ক্ষমতাসীন ছাত্রলীগের দখলদারিত্ব এবং হলের সিট ব্যবস্থাপনায় প্রশসনের কোনো হাত নেই। ছাত্রলীগ সেখানে সব করছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সাথে প্রশাসনের মেলবন্ধন সাধারণ ছাত্রদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।'
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তালবাহানা বন্ধ করে দ্রুত হল খুলে দেওয়ার দাবি জানিয়ে বিপ্লবী ছাত্রমৈত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোমা ডুমুরি বলেন, '৫০, ৫১ ও ৫২ ব্যাচের সিটই তারা নিশ্চিত করতে পারেনি। আবার ৫৩ ব্যাচের ভর্তি পরীক্ষা দেওয়া বিলাসিতা। ৫২ ব্যাচকে যেমন অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে তেমনি ভর্তি পরীক্ষার পরে ৫৩ ব্যাচকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে এই প্রশাসন। প্রশাসনের এই তালবাহানা বন্ধ করে দ্রুত হলগুলো চালুর দাবি জানাচ্ছি।'
এছাড়া, মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ইমরান হাসান শুভ জানান, 'কোনো বিশ্ববিদ্যালয়ের হলের কর্মচারী নিয়োগ দেয়ার জন্য ইউজিসির ঠিক কতদিন সময় লাগে আমরা জানতে চাই। আমরা একটা তারিখ চাই কবে হল খুলে দেয়া হবে। দুই বছর যাবৎ হল খুলে দেওয়ার আশ্বাস দিচ্ছে। তারা একটা ব্যাচকে অনলাইনে রেখে নতুন ব্যাচের ভর্তি পরীক্ষার তারিখ দিচ্ছে। পরবর্তী ব্যাচকে যে অনলাইনে ক্লাস নিতে হবে না তার গ্যারান্টি কি।'
মানববন্ধনে সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সহ-সাধারণ সম্পাদক আশফার রহমান নবীন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বটতলা প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষা দখলদারিত্ব, একসাথে চলে না; শিক্ষা-গণরুম একসাথে চলে না স্লোগান দেন শিক্ষার্থীরা।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ