শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ইবির সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির নেতৃত্বে মোয়াজ্জেম-নবী

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৫২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ১২:১৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন অফিসের সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠিত হয়েছে। এতে সভাপতি মোয়াজ্জেম হোসেন লাল ও গোলাম নবী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে, শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় প্রশাসন ভবনের পরিবহন অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় ১৮ জন ভোটার ভোট প্রদান করেন।

ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় গত বুধবার ১১ জন ভোটার অগ্রিম ভোট প্রদান করেছিলেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি সালেহ আকরাম, সহ- সাধারণ সম্পাদক আছাদ মিয়া ও কোষাধ্যক্ষ তুহিনুল ইসলাম। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, লাল্টু হোসেন, আব্দুস সালাম রনি, শেখ ওসমান গণি রুবেল ও জুয়েল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ