শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বিনামূল্যে প্রাণিদের চিকিৎসা দিলো সিকৃবির মেডিসিন বিভাগ

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৪, ২৩:৩১

সিলেটের জৈন্তাপুরে বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান কর্মসূচি পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভেটেরিনারি অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সাইন্সেস অনুষদের মেডিসিন বিভাগ। এ সময় প্রায় ২৮৬ টি গবাদিপশুকে তাড়কা, গলা ফুলা, পিপিআর ও বাদলা রোগের টিকা দেয়া হয়। এ ছাড়া ৪১০টি প্রাণিকে মাল্টি ভিটামিন, ৪৫০টি প্রাণিকে কৃমিনাশক ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের বালিয়াপাড়া এলাকায় প্রায় সহস্রাধিক প্রাণিকে চিকিৎসা দেওয়া হয।

এ কর্মসূচির তত্ত্বাবধানে থাকা সিকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. বাশির উদ্দিন বলেন, আমরা আমাদের মেডিসিন বিভাগ থেকে প্রতিবছর সিলেটের বিভিন্ন এলাকায় এমন আয়োজন করে থাকি। এবার সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত এলাকার পশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও টিকা প্রদান করি। এই এলাকার মানুষ আর্থিকভাবে অস্বচ্ছল ও আশপাশে প্রাণি চিকিৎসাকেন্দ্র না থাকায় প্রাণিদের চিকিৎসা করাতে পারে না। আমরা চেষ্টা করেছি যেসব প্রাণিদের উপরনির্ভর করে প্রান্তিক ছোট খামারিদের খাদ্যের যোগান হয় সেই প্রাণিগুলো যেন উৎপাদন উপযোগী এবং বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকে। আমাদের এরকম আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও মানুষ ও প্রাণির কল্যাণে অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রাণিসম্পদ অধিদফতরের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, সিকৃবির মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহিদুর রাহমান চৌধুরী ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহফুজুল হক মামুন।

এ ছাড়াও ভেটেরিনারি অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে তুষার কান্তি বলেন, মেডিসিন বিভাগের এরকম কর্মসূচির মাধ্যমে একজন ভেটেরিনারি শিক্ষার্থীর জন্য একটা শেখার জায়গা তৈরি হয় ও অন্যদিকে নিম্ন আয়ের খামারিরা বিনামূল্যে চিকিৎসা, টিকা ও সুপরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হয়। এরকম কর্মসূচির ধারাবাহিকতা থাকলে আমাদের শেখার সুযোগের জায়গাটা বিস্তার হবে এবং ভবিষ্যতে প্রাণিসম্পদ রক্ষায় আমরা অবদান রাখতে পারবো।

এবারের বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলো জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দফতর, একমি ফার্মাসিউটিক্যালস ও নাভানা ফার্মাসিউটিক্যালসের ভেটেরিনারি ডিভিশন।

উল্লেখ্য, প্রাণি স্বাস্থ্যের গুরুত্ব উপলব্ধির লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে সিকৃবি মেডিসিন বিভাগ প্রতিবছর এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে। তার ধারাবাহিকতায় এ বছরও গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা কর্মসূচি পালন করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ