শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সুবিপ্রবির নিয়োগ পরীক্ষা ঢাকায়, সমালোচনার ঝড়

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৪, ১৯:১০

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) কয়েকটি পদে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে।

সুনামগঞ্জে পরীক্ষা না নিয়ে গাজীপুরে পরীক্ষার আয়োজনকে ভালোভাবে দেখছেন না শহরের বিশিষ্টজনেরাও। তবে কর্তৃপক্ষ বলছে, জনবল ঘাটতির জন্যই গাজীপুরে পরীক্ষার আয়োজন করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অফিস সহায়ক পদে পরীক্ষার প্রবেশপত্র পাঠানোর পর এই সমালোচনা শুরু হয়। অনেকেই কড়া সমোলোচনা করে আন্দোলনের কথাও বলছেন।

প্রবেশপত্রে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ১৯/০১/২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০ টায় অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-১৭০৭ এ অনুষ্ঠিত হবে। উল্লিখিত তারিখে প্রবেশপত্রসহ আপনাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা যাচ্ছে। লিখিত পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনোপ্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

আইনজীবী এআর জুয়েল তার ফেসবুকে লিখেছেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অফিস সহায়ক পদে পরীক্ষা গাজীপুর গিয়ে দিতে হবে কেন? সুনামগঞ্জ কি এটা নেয়ার সুযোগ নেই! নাকি অন্য উদ্দেশ্য। তার মানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামটাই সুনামগঞ্জে আর বাকি সবকিছুর চাবি আপনাদের হাতেই।

রিংকু চৌধুরী নামে একজন লিখেছেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিয়ন পদে নিয়োগ পরীক্ষা গাজীপুর কেন? সুনামগঞ্জে কি পরীক্ষা নেয়ার জায়গা নাই? না, অন্য কোনো কারণ? সুনামগঞ্জের যে কোনো কলেজে পরীক্ষা নিলে অসুবিধা কোথায়? না কি অন্য জেলার মানুষের জীবন জীবিকার সুযোগ দিতে এবং সুনামগঞ্জসহ সিলেটের পরীক্ষার্থীদের বঞ্চিত করার কৌশল? দয়া করে ধানাই পানাই বাদ দিয়ে সকল নিয়োগ পরীক্ষা সুনামগঞ্জে নেয়ার ব্যবস্থা করতে হবে। সুনামগঞ্জের লোকজন ছাড়া ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে অন্য জেলার লোক নিয়োগ দেয়া যাবে না। হাওরপাড়ের মানুষের সুযোগ দিতেই হবে। বিষয়টি খুবই গুরুত্বপুর্ণ।

সুনামগঞ্জ উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তার ফেসবুকে লিখেছেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা গাজীপুরে হবে কেন? সুনামগঞ্জে কি পরীক্ষা ভেন্যুর অভাব? সুনামগঞ্জের অনেকেই মনে করছেন, কৌশলে সুনামগঞ্জ থেকে সরিয়ে নিয়ে লোকচক্ষুর আড়ালে নীরব নিয়োগ বাণিজ্য করা হবে।

সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সহকারী সম্পাদক অ্যাড. এনাম আহমদ বলেন, অসৎ উদ্দেশ্যে সুনামগঞ্জবাসীকে বঞ্চিত করার উদ্দেশ্যে সুনামগঞ্জের পরীক্ষা গাজীপুরে নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে সুনামগঞ্জবাসী আন্দোলনে নামবে। আশাকরি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে এসে সুনামগঞ্জেই পরীক্ষা নেয়ার ব্যবস্থা করবেন।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ বলেন, সুনামগঞ্জে পরীক্ষা নেয়ার মতো জনবল নেই। এছাড়াও প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সিকিউরিটি ব্যাপার রয়েছে। কোনো সমস্যা হলে দায় আমাদের উপর পড়বে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আমি পড়িয়েছি। সবকিছুই চেনা জানা। অন্য প্রতিষ্ঠানের এরকম পরীক্ষা আরও নিয়েছি আমরা। সেই অভিজ্ঞতা থেকে ডুয়েটে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ