শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের নতুন পরিচালক আবু হানিফ

প্রকাশনার সময়: ১২ জানুয়ারি ২০২৪, ১৭:২৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আবু হানিফ।

বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।

মুহাম্মদ আবু হানিফ ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শারীরিক শিক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য যে, এর আগে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি। তার মেয়াদ শেষ হওয়ায় এই নিয়োগ দেওয়া হয়।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মুহাম্মদ আবু হানিফ বলেন, ‘আমার উপর আস্থা রাখায় আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্যারের প্রতি কৃতজ্ঞ। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যেতে চাই।’

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ