শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সিকৃবিতে আন্তঃহল ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন সুহাসিনী ও হুমায়ূন রশীদ হল

প্রকাশনার সময়: ১০ জানুয়ারি ২০২৪, ২২:৪১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১১ দিনব্যাপী এই খেলায় ছেলেদের হল থেকে হুমায়ূন রশীদ চৌধুরী হল এবং মেয়েদের হল থেকে সুহাসিনী দাস হল চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সিকৃবির ভেটেরিনারি অনুষদ ভবন-২ এর মাঠে এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সিকৃবির শরীরচর্চা বিভাগ কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঁঞা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শুধু বই পড়ে ভালো রেজাল্ট প্রকৃত শিক্ষা নয়। ব্যবহারিক আমরা কি কি পারি তাও শিক্ষার মধ্যে গণ্য। বর্তমানে বাংলাদেশে বাস্তবমুখী শিক্ষা একটি আলোচিত বিষয়।আমরা আউটকাম‌ বেইসড শিক্ষায় প্রবেশ করেছি এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে এটি চালু করেছি। এটার নতুনত্ব আছে। হয়তো আমরা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি তবে আমরা করবো যাতে এই শিক্ষা আমরা বাস্তবজীবনে ব্যবহার করতে পারি। আমরা তাকিয়ে আছি স্মার্ট বাংলাদেশের দিকে। আর স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক, স্মার্ট শিক্ষার্থী এবং সবাইকে স্মার্ট হতে হবে। আর খেলাধুলা স্মার্টনেসের একটি অংশ।

তিনি বলেন, আমি আজকের খেলায় কে চ্যাম্পিয়ন আর কে পরাজিত হলো সেটা ভাবছি না বরং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় কতটুকু অর্জন করবো সেটা ভাবছি। আমি চাই তোমরা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ট্রপি অর্জন করবে।

শরীরচর্চা বিভাগের সহকারী পরিচালক মো. নাজমুল হুদার সঞ্চালনায় ও সিকৃবির প্রক্টর ড. মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি ও সিকৃবির প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম বলেন, খেলাই পারে আমাদের শরীর ও মন ভালো রাখতে। আজকাল ছেলে মেয়েরা মোবাইল ও বিভিন্ন নেশায় আসক্ত। তাদের এগুলো থেকে বেরিয়ে আসতে এবং পড়াশোনায় মনোযোগী হতে উপাচার্য স্যার চেষ্টা করে যাচ্ছেন। ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন অব্যাহত থাকবে।

এরআগে সন্ধ্যা ৬টায় ছেলেদের হুমায়ূন রশীদ চৌধুরী হল ও হযরত শাহ পরান (রহ) হলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। অপরদিকে মেয়েদের সুহাসিনী দাস হল ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা মাঝে ফাইনাল অনুষ্ঠিত হয়। ছেলেদের মধ্যে ম্যাচ সেরার পুরস্কার পান কৃষি অনুষদের শিক্ষার্থী রাফিউল ইসলাম এবং মেয়েদের মধ্য থেকে ম্যাচ সেরার পুরস্কার পান ভেটেরিনারির মাস্টার্সের শিক্ষার্থী তাসলিমা আলম।

উল্লেখ্য, গত ৩১ মার্চ সিকৃবির শরীরচর্চা শিক্ষা বিভাগ কর্তৃক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আন্তঃহল বলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্র হল ও দুটি ছাত্রী হল অংশ নেয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ