শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শাবিপ্রবিতে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশনার সময়: ১০ জানুয়ারি ২০২৪, ১৫:৩২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

বুধবার ( ১০ জানুয়ারি) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. চন্দ্রাণী নাগ, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একাগ্রতার সঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তি, শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অবদান অনস্বীকার্য। প্রয়োজনে সবাইকে গঠনমূলক সমালোচনা করে কাজের অগ্রগতি নিশ্চিত হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ