করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য বিভিন্ন সড়কে দেয়া ব্যারিকেড তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
বুধবার সকালে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এবং ফুলার রোড আবাসিক এলাকাসহ বিভিন্ন রাস্তায় দেয়া বাঁশের বেড়া খুলে তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেন নিরাপত্তাকর্মীরা।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, স্কুল-কলেজ খোলার পর এখন বিশ্ববিদ্যালয় খোলারও একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তাই পরিস্থিতি বিচেনায় নিয়ে ক্যাম্পাসের বন্ধ রাস্তাগুলো খুলে দেয়া হয়েছে।
করোনাভাইরাসের ঊর্ধ্বগতি দেখা দিলে গত এপ্রিল মাসে যান চলাচল নিয়ন্ত্রণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেড দেয় কর্তৃপক্ষ। এ সময় বহিরাগতদের প্রবেশ ও ভাসমান দোকানপাট বসা বন্ধে নিষেধাজ্ঞা থাকে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ